নানা প্রান্তিক সম্প্রদায়ের (সারা পৃথিবীতে সংখ্যাগুরু তাঁরাই) জ্ঞানকে ইন্টারনেট জ্ঞানসাম্রাজ্যের কেন্দ্রে নিয়ে আসার জন্য আমরা এক বিশ্বব্যাপী অভিযান।
যত অনলাইন বিশ্ববাসী আছেন তাঁদের ৪ ভাগের ৩ ভাগ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা থেকে -এক কথায় ভূগোলকীয় দক্ষিণ থেকে। আর সেই অনলাইন বিশ্ববাসীদের প্রায় অর্ধেক নারী। তা সত্ত্বেও এখনো অব্দি ইন্টারনেটের গণপরিসরে যত জ্ঞান লিপিবদ্ধ আছে তার বেশির ভাগের লেখকই ইউরোপ আর উত্তর আমেরিকার শ্বেতকায় পুরুষরা।
এর সমাধান হিসাবে আমরা বিশেষ করে নারী, অশ্বেতকায় মানুষ, LGBTQI গোষ্ঠী, মূলনিবাসী নরনারী এবং ভূগোলকীয় দক্ষিণের আরও অন্যান্যদের সাথে নিয়ে কাজ করি। আর আমাদের নিজেদের সব জ্ঞানসংস্থানকে গড়তে আর তাকে ইন্টারনেটে তুলে ধরতে তৎপর থাকি।
Whose Knowledge? ইন্টারনেটকে নতুন ভাবে ভাবার আর আমূলভাবে বদলানোর জন্য এক অভিযান, যাতে আমরা সবাই মিলে গড়তে, লড়তে আর জিইয়ে রাখতে পারি এমন এক ইন্টারনেট যা আমাদের সবার আপন, সবার জন্য, আর সবার হাতে গড়া।
Translation: Sourav Roy