এডেল ভ্রানা হুজ নলেজ?-এর সহ-নির্দেশক এবং সহ-স্থাপক । ভিন্নতর, আরও বহুজাতিক সমাজ গড়ার লক্ষ্যে নিজের দেশ ব্রাজিলে ছাড়াও নানা আন্তর্জাতিক ব্যবসাবৃদ্ধিপ্রকল্প আর যৌথউদ্যোগ পরিচালনা করেছেন এডেল। উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের প্রাক্তন নির্দেশক এডেল উইকিপিডিয়াকে ভূগোলকীয় দক্ষিণে বিস্তার করার কর্মকান্ডে তাঁর ভূমিকার জন্য ২০১৫ সালে ইরাসমাস প্রাইজ জিতেছিলেন। সাও পাওলো বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনে বি এ আর পলিটিকাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করেছেন তিনি। যখন ইন্টারনেটের ভবিষ্যৎ নতুন করে ভাবা আর তা নিয়ে অনলাইন প্রসারকাজের ব্যস্ততা থাকে না, এডেল তখন তাঁর দুই ছেলেকে নারীবাদে গড়েপিটে নেন, ভূগোলকীয় দক্ষিণের কালো ফেমিনিস্টদের লেখা পড়েন, আর কাছের-দূরের বন্ধুদের সাথে সময় কাটান।
অনসূয়া সেনগুপ্ত হুজ নলেজ?-এর সহ-নির্দেশক এবং সহ-স্থাপক । ভারতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ভূগোলকীয় দক্ষিণে এবং আন্তর্জাতিক আঙ্গিনায় দু’ দশকেরও বেশী সময় ধরে তিনি নানা প্রকল্প পরিচালনা করেছেন, যাতে ভার্চুয়াল আর পার্থিব দু’ জগতেই প্রান্তিক মানুষের স্বর আরও জোরালো হয়ে ওঠে। অনসূয়া উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রাক্তন চিফ গ্রান্টমেকিং অফিসার, গ্লোবাল ফান্ড ফর উইমেনের প্রাক্তন রিজিওনাল প্রোগ্রাম ডিরেক্টর এবং ২০১৭ শাটলওয়ার্থ ফাউন্ডেশন ফেলো। অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউট তাঁকে ২০১৮ ইন্টারনেট অ্যান্ড সোসাইটি এওয়ার্ড দেয়, আর ইউ সি এল এ-র সেন্টার ফর ক্রিটিকাল ইন্টারনেট এনকোয়ারি তাঁকে স্কলারস কাউন্সিলে সদস্যপদ প্রদান করেছে। রোডস স্কলার হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে এমফিল করেছেন অনসূয়া আর ইকনমিকসে বি এ (অনার্স) করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। অনলাইন প্রচার-প্রসার-প্রতিবাদের ফাঁকে ফাঁকে অনসূয়া শব্দ গেঁথে কবিতা আর মাটি ছেনে পাত্র ভাঙ্গেন-গড়েন, জলের ধারে, বনের পাশে বেড়ান আর যোগব্যায়াম করেন।
অসীমা ভরদ্বাজ হুজ নলেজ?-এর অপারেশনস কোঅর্ডিনেটর। গত এক দশক ধরে – হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অপারেশন্স ম্যানেজমেন্ট থেকে পাবলিক আউটরিচ – নানা দায়িত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন তিনি। ট্রেনিং ওয়ার্কশপ, পাবলিক স্পিকিং, ইন্টারন্যাশনাল ইনক্লুশন আর ডাইভার্সিটি প্রোগ্রামের নকশা তৈরি আর তার সফল প্রয়োগে অসীমার দীর্ঘ অভিজ্ঞতা আছে। শিক্ষা যে সারাজীবনে বার বার নতুন করে শুরু করতে হয়, সেই সত্যে গভীর বিশ্বাস তাঁর আর নিজের অভিজ্ঞতা আর সামর্থ্য দিয়ে পৃথিবীর নানা মানুষদের জীবনে বদল আনার কাজেও তিনি গভীর ভাবে নিবেদিত। তিনি দি রুলস ফাউন্ডেশনের প্রাক্তন ডিরেক্টর অফ অপারেশনস, আর ইউনেস্কো সেন্টার ফর পিস-এর প্রাক্তন এসোসিয়েট ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল প্রোগ্রামস। অসীমা ভারতের উত্তরাখন্ড টেকনিকাল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ করেছেন আর ইংরিজি সাহিত্যে মাস্টার্স করেছেন ভারতের গাড়োয়াল বিশ্ববিদ্যালয় থেকে। হিসেবের খাতা মেলানোর ফাঁকে ফাঁকে অসীমা নিজের পরিবারের সাথে সময় কাটান, সাবেকি খাবার রান্না করেন, কবিতা লেখেন আর ছোটদের সাথে সময় কাটান।
ক্লডিয়া পোজো হুজ নলেজ?-এর কম্যুনিকেশন লিড। বলিভিয়ান সাইবারফেমিনিস্ট, গ্রাফিক ডিজাইনার, পডকাস্ট প্রোডিউসার, ওয়েব ডেভেলপার আর ডিজিটাল রাইটস একটিভিস্ট ক্লডিয়া টেকনিকাল জ্ঞানবুদ্ধি আর তৃণমূল আন্দোলনের প্রয়োজনের মধ্যে সেতুবন্ধনে নিবেদিতপ্রাণ। নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল কম্যুনিকেশনস-এ বি এ আর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে এম এ করেছেন তিনি। হয় ক্লডিয়া ডিজিটাল সিকিউরিটি নিয়ে ট্রেনিং সেসন নিয়ে ব্যস্ত থাকেন, নয় টেকনোপলিটিক্স নিয়ে আলোচনাসভায় নিবিষ্ট থাকেন, নয়তো রাত জেগে কালো চায়ের কাপ হাতে ডাটামোশিং-রত থাকেন।
মারী জুইক-মৈত্রেয়ী হুজ নলেজ?-এর নবনিযুক্ত এপিস্টেমিক জাস্টিস ফেলো। বৈজ্ঞানিক হিসাবে তাঁর নিজস্ব চর্চার ওপর ভিত্তি করে মারী এক নারীবাদী কৌম ঐতিহাসিক হবার পথের পথিক – তাঁর গভীর বিশ্বাস নিপীড়িত মানুষের সহজাত শক্তির প্রতি- তাঁদের নিজেদের ইতিহাস নিজেদের মত করে বলার শক্তি। সেই পথে চলতে চলতে মারী সহ-রচনা করেছেন বিভিন্ন যৌথ জ্ঞান প্রকল্প – যেমন দলিত হিষ্ট্রি মান্থ প্রোজেক্ট। হুজ নলেজ? টিমে প্রান্তিকতা ও জ্ঞানভান্ডারের ফাঁকফোকর নিয়ে গবেষণা করার দায়িত্ব তাঁর। মারী বায়োলজি নিয়ে পি এচ ডি করেছেন আর পেয়েছেন বুদ্ধিস্ট পিস ফেলোশিপ। যখন ভবিষ্যত প্রোজেক্টের ভাবনা নিয়ে ব্যস্ততা থাকে না, তখন মারী ডিজিটাল ছবি আঁকেন আর নিজের বারান্দাবাগানে সবজি ফলান।
মারিয়ানা ফোসাটি হলেন #VisibleWikiWomen 2020 ক্যাম্পেন কোঅর্ডিনেটর। নারীবাদী এবং ফ্রি কালচার এক্টিভিস্ট মারিয়ানা সোশিওলজি নিয়ে পড়াশুনা করেছেন, তাঁর মাস্টার্স ডিগ্রি ইউনিভার্সিদাদ দে লা রিপাব্লিকা, উরুগুয়ে থেকে সোসাইটি আর ডেভেলপমেন্ট বিষয়ে। ২০১১তে তিনি আরটিকা ডিজিটাল কালচারাল সেন্টারের সহ-স্থাপক ছিলেন এবং ২০১৩-তে ক্রিয়েটিভ কমনস আর উইকিমিডিয়ার উরুগুয়ে চ্যাপটারের সহ-স্থাপনাও তাঁর হাত ধরেই। মারিয়ানা এ পি সি উওমেন রাইটস প্রোগ্রামের অঙ্গ হিসাবে জেন্ডারিট ব্লগে টেক ইন্ডাস্ট্রিতে নারীদের আওয়াজ আরও জোরদার করেন, আর ফেমিনিস্ট ইন্টারনেট রিসার্চ নেটওয়ার্কে নারীবাদী জ্ঞানচর্চার পথ প্রশস্ত করেন। যখন মারিয়ানা অন্য নারীবাদীদের সাথে জ্ঞান আর টেক চর্চার টুকিটাকি নিয়ে আলোচনায় ব্যস্ত না থাকেন, তখন তিনি তাঁর কোলাজ টেবিলের সামনে বসে আধসারা কোলাজের কাজ সাঙ্গ করতে রত থাকেন।
স্বেচ্ছাসেবকেরা
সৌরভ রায়
১৯৯৮ থেকে ইন্টারনেটের জ্ঞানপ্রান্তরকে ওয়েব ১.০-র সমৃদ্ধ অরণ্য থেকে ওয়েব ২.০-র পাঁচিলঘেরা বাগানে বদলে যেতে দেখলাম। ধীরে ধীরে সেই পাঁচিল দুর্গে বদলে যাচ্ছে, যার প্রবেশপথে পথে আয়নামোড়া ভুলভুলাইয়া। আমি সেই অরণ্যে ওয়েবকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। ব্যক্তিগত ভাবে আমি আশা-ভরসায় ভরা আধা-ঘরোয়া এক কুঈয়ার প্রাণী। দুরূহ আনন্দ আমার পছন্দের।
রাধিকা ভরদ্বাজ থাকেন ছবির মত সুন্দর দেরাদুন ভ্যালিতে আর তাঁর আন্তরিক প্রয়াস নিজের কাজের মধ্যে দিয়ে দুনিয়ায় ভালো আনায়। যে কাজেই হাত লাগান তাতেই ডিজাইনের জাদু ছড়িয়ে দিতে চান তিনি। কবিতা, কাহিনী আর দর্শনপাঠে মন রাধিকার, আর রান্নার হাত তাঁর দারণ। কিন্তু মাঝে মাঝেই চা খাবেন না কফি এই উভয়সংকটে পড়ে যান।
সাথী
আমাদের কিছু বন্ধু আর সাথীদের নাম:
কিরা আলমানন
মে হাশেম
শৈলেশ পাটনায়ক
ইরিন টাইট
টেমি লাসাদে-অ্যান্ডার্সন
সিকো বুটের্সে
উপদেষ্টারা
আমাদের বর্তমান উপদেষ্টাদের মধ্যে আছেন:
- আমান্ডা মেনকিং (ওয়াশিংটন ইনফরমেশন স্কুল, ইউ এস এ-তে ফেমিনিস্ট স্কলার)
- বিশাখা দত্ত (ভারতীয় ফেমিনিস্ট মিডিয়া সংস্থা পয়েন্ট অফ ভিউ-এর প্রতিষ্ঠাতা)
- কামিল এমেফা একে (ফেমিনিস্ট টেকি এবং ক্লাবহাউজ সফটওয়্যারের ভাইস-প্রেসিডেন্ট)
- দুমিসানি দুবানে (সাউথ আফ্রিকায় আফ্রিকান উইকিমিডিয়ানদের প্রথম উইকিদাবার কনভেনর)
- গারফিল্ড বার্ড (কিপ ফাউন্ডেশন ইউ এস এ-র চিফ ফাইনান্সিয়াল অফিসার)
- জ্যাক এস এম কি (ম্যানেজার, উইমেন্স রাইটস প্রোগ্রাম, এসোসিয়েশন অফ প্রগ্রেসিভ কমিউনিকেশনস, মালয়েশিয়া)
- কারিয়েন বেজুইদেনহাউত (ডিরেক্টর, শাটলঅয়ার্থ ফাউন্ডেশন, সাউথ আফ্রিকা)
- মারিয়া সেফিদারি (প্রফেসর – ডিজিটাল কম্যুনিকেশন্স, কালচার এন্ড সিটিজেনশিপ, উইকিমিডিয়া ফাইউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টিজ, স্পেন)
- মার্ক গ্রাহাম (সিনিয়র রিসার্চ ফেলো ও এসোসিয়েট প্রফেসর, অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউট, ইউ কে)
- নাদিন মোয়াওয়াড (এ পি সি এরোটিক্স কোঅর্ডিনেটর, নাসাউইয়া, লেবানন)
- উনা কাস্ত্রো (ডিজিটাল রাইটস এক্টিভিস্ট ও সাংবাদিক, ব্রাজিল)
- সুচেতা ঘোষাল (জর্জিয়া টেক ইউ এস এ-তে ওপেন সোর্স ওয়েব ডেভেলপার ও হিউম্যান-সেন্টারড কমপিউটিং রিসার্চার)
- ওয়েন্ডি হানামুরা (ইন্টারনেট আর্কাইভ, ইউ এস এ-তে ডিরেক্টর অফ পার্টনারশিপস)
সহযোগীরা
আমাদের ক্যাম্পেনের সাথে জুড়বার জন্য গ্লোবাল নেটওয়ার্ক আর লোকাল পার্টনার, দু’ দলকেই স্বাগত!
আমাদের সহযোগীদের মধ্যে আছেন:
- আফ্রোক্রাউড
- এমিকাল উইকিমিডিয়া
- আর্ট + ফেমিনিসম
- এসোসিয়েশন সিলিব্রে
- এসোসিয়েশন ফর প্রগ্রেসিভ কমিউনিকেশনস
- এসোসিয়েশন ফর ওমেন্স রাইটস ইন ডেভেলপমেন্ট
- বিব্লিওটেকা ড্যানিয়েল কসিও ভিলেগাস (মেক্সিকো)
- সেন্টার ফর ইন্টারনেট এন্ড সোসাইটি
- দলিত হিষ্ট্রি মান্থ, ইকুইটি ল্যাবস অ্যান্ড প্রজেক্ট মুক্তি
- গ্লোবাল ফেমিনিজমস কোলাবোরেটিভ
- গ্লোবাল ফান্ড ফর উইমেন
- গ্লোবাল ভয়েসেস
- ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অফ উইমেন্স মিউসিয়ামস
- ইন্টারনেট আর্কাইভ
- মাজাল
- মুঝেরেস ল্যাটিনোআমেরিকানাস এন উইকিমিডিয়া
- ও ফাউন্ডেশন
- ওকভির
- ওয়ান ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম
- ওপেন ফাউন্ডেশন ওয়েস্ট আফ্রিকা
- স্মিথসোনিয়ান ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি
- সিরিয়ান ফিমেল জার্নালিস্ট নেটওয়ার্ক
- টেকিরা
- দি ব্ল্যাক লাঞ্চ টেবল
- দি রুলস
- আরজেন্ট একশান ফান্ড
- উইকিআফ্রিকা এন্ড উইকিলাভসউইমেন
- উইকিডন
- উইকিমিডিয়া আর্জেন্টিনা
- উইকিমিডিয়া বলিভিয়া
- উইকিমিডিয়া কমিউনিটি ইউসার গ্রুপ ব্রাজিল
- উইকিমিডিয়া ডিসি
- উইকিমিডিয়া ঘানা ইউজার গ্রুপ
- উইকিমিডিয়া ইস্রায়েল
- উইকিমিডিয়া নাইজেরিয়া
- উইকিমিডিয়া নরওয়ে
- উইকিমিডিয়া টিউনিসি
- উইকিমিডিয়া উরুগুয়ে
- উইকিমুজেরেস
- উইমেন ইন রেড
Translation: Sourav Roy