ফোকাস গ্রুপ-এ অংশগ্রহণকারীদের জন্য সংক্ষিপ্ত বর্ণনা:
ফোকাস গ্রুপ ডিসকাশনে অংশগ্রহণের সম্মতি দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ডিজিটাল তথ্য ব্যবহার ও বাংলা ভাষায় অনলাইনে যোগাযোগ এর ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যে চ্যালেঞ্জ সমূহের সম্মুখীন হয় তা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এই গবেষণা প্রক্রিয়াটি পরিচালনা করছি।
আমরা কারা?
আমরা কয়েকজন ল্যাঙ্গুয়েজ অ্যাডভোকেট, ডিজেবিলিটি অ্যাক্টিভিস্ট এবং গবেষক যারা একত্রিত হয়েছি ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার এবং ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি এর ক্ষেত্রে সমস্যাগুলিকে চিহ্নিত করতে। প্রশ্ন হচ্ছে কীসের উপর ভিত্তি করে এই টিমটি গঠিত হয়েছে? এটা জ্ঞান অহরের সবার সমান অধিকার কথা বিবেচনায় একটি গ্লোবাল ক্যাম্পেইন, এখানে মূল উদ্দেশ্যে অ্যাক্সেসিবিলিটি নিশ্চিতকরণ। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনলাইন অ্যাক্সেস উন্নত করতে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের গবেষকরাও এখানে কাজ করছে।
এটা কেন গুরুত্বপূর্ণ?
ইন্টারনেট অ্যাক্সেস এর প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হল নিজের ভাষায় উপস্থাপিত তথ্যের দুষ্প্রাপ্যতা । যদিও বিশ্বে ৭০০০ টিরও বেশি ভাষা আছে, কিন্তু অনলাইনে প্রায় ৬০% কন্টেন্ট শুধু মাত্র ইংরেজিতে পাওয়া যায়। যার মানে দাঁড়ায়, বিশ্বের অধিকাংশ জনগণ তাদের পছন্দের ভাষায় ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না, এমনকি ভাষার দিক দিয়ে শীর্ষ ১০-এ থাকা ভাষাতেও পাওয়া যায় না যেমনটি এশিয়ার অনেক ভাষার ক্ষেত্রেও দেখা যায়। উপরন্তু, প্রতিবন্ধী ব্যক্তিরা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বেশিরভাগই কনটেন্টই তাদের জন্যে অপর্যাপ্ত ও অব্যবহারযোগ্য। এক্ষেত্রে সঠিক প্রযুক্তির অভাব ও ইংরেজি ভাষা ছাড়া অন্য ভাষার ডিভাইসগুলো কাজ না করা উল্লেখ্য। প্রযুক্তির এই দুষ্প্রাপ্যতার প্রধান কারণ হতে পারে বড় বড় কোম্পানিগুলো তাদের সফটওয়্যার ডিজাইন করার সময় প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদা বিবেচনায় রাখে না।
আমরা কী করতে চাই?
এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে, আমরা আপনাদের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের মতামত নিচ্ছি। অনলাইনে এবং অফলাইনে আলোচনার মাধ্যমে আমরা জানতে চাই যে আপনি যখন অনলাইনে বাংলা কন্টেন্ট পান তখন আপনার অনুভূতি এবং ডিজিটাল মাধ্যমগুলোতে বাংলা কন্টেন্ট ব্যবহারের অভিজ্ঞতা। এছাড়াও বাংলা ভাষায় সফটওয়্যার ও কনটেন্ট ডেভেলপের ক্ষেত্রে আপনার কোন পরিকল্পনা থাকলেও সেটাও আমাদের জানাতে পারেন।