#VisibleWikiWomen2020

#VisibleWikiWomen 2020 ক্যাম্পেন সমাপ্ত হয়েছে। আরেকটি দুরন্ত সংস্করণের জন্য সবাইকে ধন্যবাদ। ?

আমাদের শেষ ব্লগ পোস্ট (স্প্যানিশ অনুবাদেও উপলব্ধ) পড়লে জানবেন এই বছর আমরা কি কি করেছি…আসুন, উইকিপিডিয়া আর ইন্টারনেটে নারীদের আরও দৃশ্যমান করে তুলি!


#VisibleWikiWomen logo

গত ২ বছর ধরে সারা পৃথিবী জুড়ে আমাদের সাথী ও বন্ধুরা উইকিপিডিয়া আর ইন্টারনেটে তুলে দিয়েছে ৮০০০-এরও বেশী নানা বিশিষ্ট নারীদের ছবি। সত্যিই গর্বের এই প্রাপ্তি। কিন্তু এ তো সবে কাজের শুরু। উইকিপিডিয়ায়(আর ইন্টারনেটে) এখনও অনেক বিশিষ্ট আর প্রভাবশালী নারীদের ছবির যোগান দেওয়া বাকি – বিশেষ করে কালো, বাদামী , মূলনিবাসী ও রুপান্তরী নারীদের।

#VisibleWikiWomen ক্যাম্পেন ২০২০-তে স্বাগত! ৮ই মার্চ থেকে ৮ই মে ২০২০ এই ক্যাম্পেনের তৃতীয় সংস্করণে আসুন, যোগ দিন। সবাই মিলে সব নারীদের দৃশ্যমান করে তুলে তাঁদের যথাযোগ্য মর্যাদা দেবো আমরা!

 

মুশকিল

পৃথিবীতে নারীদের অবদান আর তাঁদের জ্ঞান নানাভাবে অদৃশ্য। অনলাইন দুনিয়ায় নারীদের এই অদৃশ্যমানতার মুশকিল বোঝার একটি উপযোগী আয়না উইকিপিডিয়া। উইকিপিডিয়া জীবনীগুলির মধ্যে ১৪-র থেকেও কম নারীদের জীবনী। আর বিশিষ্ট নারীদের জীবনী যদিও বা থাকে তাও অনেকাংশে অসম্পূর্ণ।

প্রায়শঃই নারীদের জীবনীতে ছবি থাকে না। আমাদের হিসেব মত, ২০%-এরও কম বিশিষ্ট নারী সংক্রান্ত উইকিপিডিয়া আর্টিকলে ছবি আছে। আর যখন উইকিপিডিয়ায় নারীরা গায়েব হয়ে থাকেন, সেই অদৃশ্যমানতার সংক্রমণ ক্রমেই বাড়তে থাকে। কারণ ৫০ কোটি মানুষ প্রতি মাসে উইকিপিডিয়া পড়েন, আর এটি হল বিশ্বের সবচেয়ে বেশি দেখা ওয়েবসাইটগুলোর মধ্যে পাঁচ নম্বরে।তাই উইকিপিডিয়ায় ফাঁকে যে নারীরা পড়েন, গোটা ইন্টারনেট তাঁদের ফাঁকি দিয়ে চলে যায়।

আমরা আমাদের গত দু’বারের প্রকল্পের সাফল্যে খুব উদ্বুদ্ধ। #VisibleWikiWomenএর তৃতীয় সংস্করণে এবার আমরা উইকিমিডিয়া কমনস-এ ৫০০০ বিশিষ্ট নারীর ছবি তুলে দিতে চাই। সব উইকিমিডিয়া প্রজেক্টের এই বিরাট মাল্টিমিডিয়া লাইব্রেরিটি ছাড়াও উইকিপিডিয়ার ২৯৯ টি নানাভাষিক ভার্সনে এই ছবিগুলি থাকবে।

এবারেও আমাদের #VisibleWikiWomen উদযাপনে থাকবে #womenofcolors, অশ্বেতাঙ্গ নারীদের লক্ষ্য করে আমাদের প্রচেষ্টা। বিশিষ্ট কালো, বাদামী , মূলনিবাসী ও রুপান্তরী নারীদের ছবি বিশেষ করে উইকিপিডিয়ায় তুলে দেওয়া হবে #VisibleWikiWomen -এর অঙ্গ হিসাবে।

লক্ষ্যে পৌঁছতে গেলে – নারীসংঘ ও নারীবাদী সংগঠন, সাংস্কৃতিক ও স্মৃতিরক্ষক সংস্থা, উইকিপিডিয়া সম্পাদকমণ্ডলী, ইউজার গ্রুপ, শাখাসংস্থা, আর যাঁরা নারীদের দৃশ্যমানতা ও তাঁদেরকে কৃতজ্ঞতাজ্ঞাপন নিয়ে সচেতন – তাঁদের সবাইকে পাশে চাই। আসুন, সবাই আসুন। গত বছরের বন্ধুদের সাথে আবার কাজ করবো আমরা, সাথে পৃথিবীর নানা প্রান্ত থেকে আরও নতুন নতুন সাথী পাবো, ভেবেই আমাদের আনন্দ হচ্ছে।

কিভাবে যোগ দেবেন?

ভালো মানের ছবি উইকিমিডিয়া কমনসে VisibleWikiWomen category-তে তুলে #VisibleWikiWomen ক্যাম্পেনে আপনিও যোগ দিতে পারেন। কিন্তু এই ছবি মুক্তমূল্য হতে হবে কিংবা গণপরিসর থেকে নিতে হবে। নারীদের ফটো বা তাঁদের প্রতিকৃতির ড্রয়িং, তাঁদের কাজের ফটো, তাঁদের যথাবিধি অনুমতিসহ হলে, তবেই।

কমনসে ছবি তুলে দেওয়া ছাড়াও, অন্য নানা ভাবে ক্যাম্পেনে যোগ দিতে পারেন :

  • আপনার চেনাপরিচিত সমমনস্ক মানুষজনদের নিয়ে স্থানীয় অনুষ্ঠান করুন যেখানে ফটো তোলা বা আপলোড করা যায়, সবাই মিলে
  • যদি আপনাদের কাছে বিশিষ্ট নারীদের ফটো থাকে, সেগুলিকে মুক্তমূল্য করে গণপরিসরে প্রকাশ করা
  • বিশিষ্ট নারীদের প্রতিকৃতি আঁকা
  • ফেসবুক, টুইটার আর ইন্সটাগ্রামে #VisibleWikiWomen আর #WomenofColors হ্যাশট্যাগ দিয়ে এই প্রকল্পের প্রচার আর প্রসার করা

হয়তো আরও অনেক কিছু যা আমরা ভাবিই নি! আমরা খুব খুশি হব আপনার নিজের আর নিজেদের দলের সাথে মানানসই নানা নতুন ভাবনা জানতে পারলে।

এই ক্যাম্পেনে যোগ দিতে আপনাদের আরও কিছু দরকার হ’লে লিখুন visiblewikiwomen[at]whoseknowledge[dot]org -এ।

কিভাবে যুক্ত হবেন?

যদি আরও গভীর ভাবে যুক্ত হতে চান #VisibleWikiWomen ক্যাম্পেনের সাথে, তাহ’লে নিচে দেখুন:

বিষয়বস্তু

  • আমাদের মেটা পেজ, রসদের ঝাঁপি আর আমাদের ক্যাম্পেনের ওয়েবপাতাগুলো যদি নানা ভাষায় অনুবাদ করে দেন, তাহলে আমাদের ক্যাম্পেন বহুভাষায় কলস্বর হয়ে উঠবে।
  • উইকিপিডিয়ায় নারীদের নিয়ে ছবি-বিহীন জীবনীগুলির একটি তালিকা তৈরি করুন (দেশ, জীবিকা, শতাব্দী বা কাজ অনুযায়ী)। তাহ’লে লিঙ্গভিত্তিক অদৃশ্যমানতা নিয়ে যেমন সচেতনতা তৈরি হবে, তেমনই অংশগ্রহণকারীদের জন্য নানারকম আগ্রহের জায়গা তৈরি হবে।
  • কোনও বিশিষ্ট নারীর একটি “অনাথ” প্রতিকৃতিকে (মানে যেই ছবির সাথে কোন লেখা নেই) নিয়ে একটি উইকিপিডিয়া প্রবন্ধ লিখুন।

কথা ছড়াক দিকে দিকে

  • কিউরেট করুন, শেয়ার করুন : আপনার পছন্দের বিশিষ্টনারীপ্রতিকৃতির সাথে ভালো কথা আর সুন্দর ছবি জুড়ে দিয়ে মিম বানিয়ে #VisibleWikiWomen বা #WomenofColors হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করুন।
  • সহযোগী সাংবাদিকতা : আপনি যদি সাংবাদিক, ব্লগার, পডকাস্টার বা স্বাধীন অনলাইন ইনফ্লুয়েন্সার হ’ন, আমাদের ক্যাম্পেন নিয়ে কন্টেন্ট লিখতে পারেন।

ক্যাম্পেনে সহযোগ দিন

  • আপনি যদি নারীবাদী সংগঠন, সাংস্কৃতিক ও স্মৃতিরক্ষক সংস্থা, গণমাধ্যম বা সমমনস্ক সহযোগকামী সংস্থা হন, খাতায়-কলমে আপনি আমাদের সহযোগী সংস্থা হতে পারেন।
  • আপনি যদি ব্যক্তিগতভাবে ওপরে উল্লেখ করা কোন সমমনস্ক সহযোগকামী সংস্থার সাথে যুক্ত থাকেন, তাহলে আমাদের ক্যাম্পেন তাঁদের দেখান!
  • যদি আপনি কোন সম্ভাব্য দাতা সংস্থাকে চেনেন যিনি আমাদের আর্থিক সহায়তা করবেন, তাঁদের এই ক্যাম্পেনে সামিল করুন!
  • আপনি যদি নিজেই যদি এই বছরের ক্যাম্পেনে আর্থিক সহায়তা করতে চান, এখানে ক্লিক করুন:

Donate button

 

এখনো অব্দি আমরা যা যা করেছি

২০১৮ তে আমরা VisibleWikiWomen প্রথম আর প্রাথমিক সংস্করণ পেশ করি, ২০১৯ এ খুবই সফল দ্বিতীয় সংস্করণ। আমাদের গত বছরের ক্যাম্পেন থেকে কিছু উজ্জ্বল উদ্ধার :

  • এই ক্যাম্পেনের শেষে সারা পৃথিবীর ৩৭০০+ বিশিষ্ট নারীদের ফটো তোলা হয়েছিল উইকিমিডিয়া কমনসে! #VisibleWikiWomen ক্যাটেগরি সেখানেই শেষ হয়ে যায়নি, তার ব্যবহার পুরোদমে চলছে , এখন ৫৬০০-র বেশী ছবি সেখানে তোলা হয়েছে।
  • Celebrating the colours of #VisibleWikiWomen” ক্যাম্পেন চলেছিল এপ্রিল ২২ থেকে মে ২ অব্দি, তাতে বিশেষ লক্ষ্য ছিল সারা পৃথিবীর বিশিষ্ট কালো, বাদামী আর মূলনিবাসী নারীদের প্রতি ।
  • কিছু ছবি সবার চোখের মণি হয়ে ওঠে। সোজার্নার ট্রুথ-এর প্রতিকৃতি স্মিথসোনিয়ান আমেরিকান উইমেন্স হিষ্ট্রি ইনিশিয়েটিভ #VisibleWikiWomen ক্যাম্পেন উপলক্ষে প্রকাশ করেছিল। স্মিথসোনিয়ানের স্থায়ী উইকিপিডিয়া প্রতিবেদক জানাচ্ছেন, এই ক্যাম্পেনের দরুন ট্রুথের এই প্রতিকৃতি লাখ লাখ ভিউ পেয়েছে।
  • কমনসে সারা পৃথিবীর নারীদের ছবির যে এই বিশাল ব্যাপ্তি তা সম্ভব হয়েছে আমাদের ক্যাম্পেনের ২৬ জন সহযোগীর জন্যে। তাঁদের মধ্যে আছেন উইকিমিডিয়ানরা, GLAM এবং আরও নানা নারীবাদী সংস্থা। বাকিদের নাম নিচে রয়েছে।

আমাদের বন্ধু আর সহযোগীরা

রসদ

আপনি যদি কোনদিন উইকিপিডিয়া বা উইকিমিডিয়া কমনসে ছবি আপলোড না করে থাকেন, ঘাবড়াবেন না, আমরা আছি তো! আমাদের তৈরি এই #VisibleWikiWomen রসদের ঝাঁপি আপনাকে নানা নির্দেশ আর উপদেশ দিয়ে করাবে উইকিদুনিয়ার সফর, বিশেষ করে উইকিমিডিয়া কমনসের ব্যবহারবিধি।

এর মধ্যে কিভাবে ছবি আপলোড করলে উইকিপিডিয়া আর ইন্টারনেটে নারীরা আরও দৃশ্যমান হয়ে উঠবেন আমাদের এই ক্যাম্পেনের ছবি আপলোড করার জন্য সবচেয়ে কাজের।

আপনার কাজ সহজ করার জন্য আরো নানা রসদ:

…আরও অনুপ্রেরণা চাইলে, এই নিন উইকিপিডিয়ায় নারীসংক্রান্ত ছবিহীন প্রবন্ধের কিছু ফর্দ.

 


Translation: Sourav Roy