#VisibleWikiWomen 2021 প্রকল্প নিয়ে কিছু আম সওয়াল

  • অন্য কারোর তোলা আমার কোন ফটো আপলোড করা যাবে?

হ্যাঁ, যদি আপনি (অর্থাৎ যাঁর ছবি)ঐ ফটোর স্বত্বাধিকারী (কপিরাইট ঔনার) হ’ন। যেমন, আপনি যদি নিজেই কোন পেশাদার ফটোগ্রাফারকে আপনার ঐ ছবি তোলার জন্য নিয়োগ করে থাকেন। কিন্তু যদি ফটোগ্রাফারকে আপনি নিজে নিয়োগ না ক’রে থাকেন, তা হ’লে ওনার থেকে ঐ ছবির স্বত্বাধিকার আপনি নিলে তবেই আপনি উইকিমিডিয়া কমনসে ঐ ছবি দিতে পারবেন। কি ভাবে তা করবেন, সে ব্যাপারে সব খোঁজ পাবেন এই গাইডে

  • আমি কি ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ছবি নিয়ে কমনসে আপলোড করতে পারি?

হ্যাঁ, ঐ ছবি যদি আপনার নিজের তোলা বা তোলানো হয় (কিংবা যদি ঐ ছবির স্বত্ব বা কপিরাইট আপনার হয়, যেমন আপনার নিজের বিয়ের ছবি যদি আপনি কোনও পেশাদার ফটোগ্রাফার নিয়োগ করে তুলিয়ে থাকেন।) সোশ্যাল মিডিয়ায় দেওয়ার ফলে আপনার সেই স্বত্ব খারিজ হয়ে যায় না।

কিন্তু ছবিটি যদি আপনার না হ’য়, তা হ’লে ছবির উৎসের লিঙ্ক (যেমন যেই সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে নেওয়া হয়েছে) সাথে দিয়ে ছবিটি আপলোড করতে হ’বে। সাথে আরো থাকতে হবে স্বত্বাধিকারীর উইকিমিডিয়া কমনসকে লেখা সম্মতিসূচক ইমেল। এই টিউটোরিয়াল দেখলে জানবেন কি ভাবে কপিরাইট ঔনারদের থেকে তাঁদের সম্মতির জন্য আবেদন করতে হয় আর উইকিমিডিয়া কমনসকে ইমেল লেখার খসড়াই বা কিভাবে করতে হয়।

  • আমার এক বন্ধু তাঁর সম্মতিসহ নিজের ফটো পাঠালো, কিন্তু কমনস-এ তোলার পর দেখলাম, সেটা বন্ধুর ফেসবুক পেজেও রয়েছে। এতে অসুবিধা হ’বে?

কোনও অসুবিধা নেই। কারণ ফেসবুক (বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে)ছবি দেওয়া মানেই তাদের সর্বস্বত্ব দিয়ে দেওয়া নয়, তাদের নেটওয়ার্কে ঐ ছবি ব্যবহার করার অনুমতি দেওয়া মাত্র।

  • আমি একজন ফটোগ্রাফার আর আমার কাছে নানা জনের নানা ছবির স্বত্ব আছে, এই সব ছবির ব্যবহার স্বত্বের (লাইসেন্সিং পারমিশন) সম্মতিসহ উইকিমিডিয়া কমনসকে একটা ইমেল পাঠালেই হ’বে কি?

হ্যাঁ, হবে। সেই ইমেলে সব ছবির ফর্দ আর উইকিমিডিয়া কমনসে তোলা ফাইলগুলোর লিঙ্ক থাকতে হবে, যদিও আপনি ছবিগুলো তুলেছেন বলে সব ছবির স্বত্ব আপনার, কিন্তু যাঁদের যাঁদের ছবি তুলেছেন তাঁদের সম্মতি যদি নিয়ে রাখতে পারেন, তা হ’লে আরও ভালো হয়।

  • আমি আমার সংস্থার প্রতিনিধি হিসাবে যদি আমার সংস্থার নিজস্ব ছবি উইকিমিডিয়া কমনসে তুলি, তাহলেও কি কমনসকে সম্মতিসূচক ইমেল পাঠাতে হ’বে?

যদি আপনি উইকিমিডিয়া কমনসে ছবি আপলোড করার জন্য একাউন্টটি নিজের সংস্থার নামে খোলেন, তা হ’লে ঐ সম্মতিসূচক ইমেল পাঠাতে হ’বে না। ইউজার নেম হিসাবে আপনার সংস্থার নাম দেবেন, আর রেজিস্ট্রেশন ইমেলে সংস্থার নিজস্ব ইমেল দেবেন।

  • কিভাবে আমি বিভিন্ন সংস্থাকে উইকিমিডিয়া কমনসে তাঁদের সংগ্রহের ছবি আপলোড করাবো?

আমরা বিভিন্ন সংস্থাকে উইকিমিডিয়া কমনসে তাঁদের সংস্থার নিজস্ব একাউন্ট খুলতে সুপারিশ করি। এই বহুমিডিয়া প্ল্যাটফর্মে সংস্থারা তাঁদের নিজের নিজের একাউন্ট খুললে তাতে শুধু তাঁদের নিজেদের উপস্থিতিই জোরালো হয় না সাথে ডিজিটাল কমনসের জোরও বাড়ে। নইলে কোন সংস্থার ডিজিটাল উপস্থিতি মানেই কমার্শিয়াল প্ল্যাটফর্মে কন্টেন্ট আর ইউজার ব্যবহার অভ্যাসের মুনাফাকরণের থোড় বড়ি খাড়া। সাথে সাথে সেই সংস্থা #VisibleWikiWomen উদ্যোগে যোগ দিয়ে ইন্টারনেটে নারীদের উপস্থিতি আরও জোরদার করেন আর উইকিপিডিয়ায় লিঙ্গ অসাম্য দূর করায় অংশ নেন। এই কাজ কেন জরুরী আর বিভিন্ন সংস্থা কিভাবে তাঁদের ছবির আর্কাইভ উইকিমিডিয়া কমনসে তুলে দিতে পারেন, সে ব্যাপারে এই গাইডটি তাঁদের দেখাতে পারেন। যদিও এই গাইডটি আমরা সাংস্কৃতিক আর স্মৃতিরক্ষক সংস্থার জন্যে তৈরি করেছিলাম, কিন্তু যেকোনো সংস্থা যদি তাঁদের অনলাইন আর্কাইভ তৈরি করার জন্য উইকিমিডিয়া কমনসকে বাছতে চান, এই গাইড তাঁদের জন্যেও সমান দরকারি।

  • আমি কি অনলাইন ভিডিও থেকে ছবি নিয়ে আপলোড করতে পারি (টি ভি শো, ইন্টারভিউ, কনসার্ট, লাইভ ইভেন্ট ইত্যাদি)?

হ্যাঁ, এটা খুবই ভালো প্রস্তাব কারণ নানা অনুষ্ঠান এখন অনলাইনে হয় এবং রেকর্ড করা নানা কনফারেন্স, শো আর কনসার্ট গণমাধ্যমে পাওয়া যায়। সেখান থেকে স্ক্রিনশট বা ভিডিও ক্লিপ নিয়ে উইকিমিডিয়া কমনসে এবছরের #VisibleWikiWomen ক্যাটেগরিতে দিতে পারেন। কিন্তু মনে রাখবেন এই ভিডিওগুলির কপিরাইটও রয়েছে, তাই দেখতে হ’বে এসব কন্টেন্ট মুক্ত লাইসেন্সে রয়েছে (CC BY বা CC BY-SA)। যদি ঐ অনলাইন স্ক্রিনশট বা ভিডিও ক্লিপ যদি এই দু রকম ফ্রি এবং ওপেন লাইসেন্সে না থাকে, তা হ’লে সেগুলি কমনসে তোলা যাবে না। এটাও দেখে নিতে হ’বে যে যাঁদের ভিডিও তোলা হয়েছে তাঁরা ভিডিও প্রোডিউসারদের অনুমতি দিয়েছেন (অর্থাৎ তাঁদের ভিডিও তোলা ও তা প্রচার করা তাঁদের অনুমতি নিয়ে করা হয়েছে।)

  • ফেসবুক, ইন্সটাগ্রাম বা পিন্টারেস্ট – ছবি-ময় এসব প্ল্যাটফর্ম ছেড়ে উইকিমিডিয়া কমনসে ছবি আপলোড করবো কেন?

যখন আপনি কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবি আপলোড করেন তখন ছবির স্বত্ত্ব আপনারই থাকে কিন্তু এই প্ল্যাটফর্ম কোম্পানি (যা একটি পুঁজি-চালিত প্রাইভেট কোম্পানি) আপনার ছবিটি ব্যবহার করার অনুমতি পায়। আর উইকিমিডিয়া কমনসে ছবি শেয়ার করার তফাৎ হ’ল যে আপনি গোষ্ঠী-ভিত্তিক একটি প্ল্যাটফর্মে আপনার ছবির অনুদান করেন এবং আপনার ছবির স্বত্ব মুক্ত করে দেন (ফ্রি এন্ড ওপেন লাইসেন্স)। এর মানে আপনার ছবি নানা ভাবে ব্যবহার ও শেয়ার করা যাবে, যেমন উইকিপিডিয়া প্রবন্ধের অলংকরণ হিসাবে। আর আপনি ছবিগুলি যদি #VisibleWikiWomen ক্যাটেগরিতে দেন, তাহলে আপনার অবদান ইন্টারনেটে নারীদের উপস্থিতি আরও জোরদার করবে আর উইকিপিডিয়ায় লিঙ্গ অসাম্য আরও কমবে।

  • আমি যদি কারোর কাছ থেকে তাঁদের ফটো চেয়ে পাঠাতে চাই, তাহ’লে ইমেলে উইকিপিডিয়ার পছন্দসই ফটো কি ধরণের হয় সে ব্যাপারে কি লিখবো?

পছন্দসই ছবির ব্যাপারে সেরকম বিশেষ কিছু নির্দেশিকা নেই। কিন্তু, ভালো মানের ছবি আপলোড করলেই ভালো (মানে যেই ছবিগুলি ক্যামেরার হাইয়েস্ট রেসলিউশনে তোলা, নিদেন পক্ষে ৩০০ পিক্সেল প্রতি ইঞ্চি, ইমেজ রেজলিউশনের ব্যাপারে এখানে আরও পড়ুন), কারণ এই ছবিগুলো শেষমেশ উইকিপিডিয়ায় যাবে।

  • মে মাসে ৮ তারিখের পরও কি আমি #VisibleWikiWomen উদ্যোগে অংশ নিতে পারি?

হ্যাঁ! সারা বছর ধরে আপনি #VisibleWikiWomen ক্যাটেগরিতে নারীদের ছবি আপলোড করে যেতে পারেন!

  • যাঁর ফটো তিনি যদি না চান তা হ’লে কি সেই ছবি আমি সরিয়ে নিতে পারি? কমনসে একবার আপলোড করলে সেই ছবি সরিয়ে নেবার পদ্ধতি কি?

যদি কেউ চান না যে তাঁদের কোন ছবি কমনসে থাকুক, ছবির বিষয় হিসাবে তাঁর অধিকারকে সম্মান করে আপনি তাঁর নির্দেশ মানতে বাধ্য। কারণ, একজন শনাক্তকরণযোগ্য একটি মানুষের ছবি, যা কোনও ব্যক্তিগত পরিসরে তোলা হয়েছে তা প্রকাশ করতে গেলে সেই মানুষের সম্মতি লাগে (শুধু ছবি যিনি তুলেছেন তাঁর সম্মতি যথেষ্ট নয়)।

যখন আপনি ছবির বিষয়ের থেকে ছবি তুলে নেওয়ার অনুরোধ পাবেন, তখন ইমেজ পেজের কোড এডিট করে উপরে {{SD | F10}} যোগ করে পেজ সেভ করতে হ’বে। এর অর্থ হল, আপনি এই ছবি খুব দ্রুত সরিয়ে দেওয়ার অনুরোধ করছেন কারণ ঐ ফাইলে “পার্সোনাল ফটো বাই নন-কন্ট্রিবিউটরস” রয়েছে। উইকিমিডিয়া কমনসের কোনও ব্যবস্থাপক যত দ্রুত সম্ভব ঐ অনুরোধ পরীক্ষা করে কয়েক দিনের মধ্যে ঐ ছবি সরিয়ে দেবেন।

  • যদি কমনসে আমার তোলা কোনও ছবি মুছে দেবার জন্য মনোনীত হয়, তা হ’লে কি করব?

যদি আপনার দেওয়া ছবিতে “দিস মিডিয়া ফাইল হ্যাস বিন নমিনেটেড ফর ডিলিশন” এই মর্মে মুছে দেওয়ার নোটিশ আসে, না ঘাবড়ে পরিস্থিতিটি বিচার করে দেখুন। নমিনেশন ফর ডিলিশন মানেই ঐ ছবি তখুনি মুছে দেওয়া হবে। এর মানে এই ছবি কোন উইকিমিডিয়া কমনস পলিসির বিরোধী কিনা তা নিয়ে ঐ গোষ্ঠীতে একটি আলোচনা শুরু হয়েছে। এর নানা কারণ থাকতে পারে – কপিরাইট লঙ্ঘন, ভ্যান্ডালিজম, গোপনীয়তা রক্ষা ইত্যাদি। আপনার নোটিসে আপনার ছবির ক্ষেত্রে প্রযোজ্য বিশেষ কারণটি লেখা থাকবে।

নমিনেশন নোটিশে নমিনেশন পেজের লিঙ্ক থাকবে – যেখানে উইকিমিডিয়া গোষ্ঠী আলোচনা করছে ছবিটি থাকবে না যাবে, সেখানে আত্মপক্ষ সমর্থন করে ছবিটি রেখে দেওয়ার পক্ষে আরও তথ্য আর যুক্তি আপনি দিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে ঐ ছবি উইকিমিডিয়ার কোনও পলিসির বিরোধী যেন না হয়। এই ব্যাপারে আপনি এই গাইডটি দেখতে পারেন : উইকিমিডিয়া কমনস ও উইকিপিডিয়ায় ছবি দেওয়া – কি করবেন, কি করবেন না (পি ডি এফ ফরম্যাট)


Translation: Sourav Roy | Last updated: May 6, 2021

Whose Knowledge?

, , , , , , , , , , , , ,