সহযোগিতা ‘হুজ নলেজ?’-এর স্বাভাবিক গুণ, তা আমাদের প্রাতিষ্ঠানিক শিরদাঁড়া গড়ে দেয়। সবার জন্য ইন্টারনেট গড়তে হ’লে সবার সাথে মিলে কাজ তো করতেই হবে, তাই আমরা আমাদের সহযোগী আর সহযোদ্ধাদের সাথে মুক্তভাবে আমাদের সব ভাবনা, উদ্যোগ, প্রচার ভাগ করে নিই – যাতে তাকে আরও জোরদার ভাবে নিত্যনতুন রূপ দেওয়া যায়। ইন্টারনেটকে নতুন করে ভাবতে আর গড়তে বিভিন্ন প্রতিষ্ঠান ও দল খেটে চলেছেন। আমরা তাঁদের প্রচেষ্টার গাঁথা ইটের ওপর আরও ইট গাঁথি। আমাদের প্রকল্প আর প্রচার সবাইকে পাশে নিয়ে চলে, এবং তার সবটাই সহজে হাতফেরতা হবার জন্য আর অনায়াসে অন্যদের ব্যবহার করার যোগ্য ছাঁদে তৈরি। জ্ঞান সবার জন্য, আর সেই জ্ঞানসিন্ধুতে আমরা যে নতুন বিন্দু জুড়ি, তাও প্রত্যেকের! বিভিন্ন ইন্টারনেট রুপান্তরকামী তৃণমূল আন্দোলন, সম্প্রদায় আর প্রচারপ্রকল্পের সাথে আমরা এই প্রেরণা আর এই পরিসর প্রতি মুহুর্তে ভাগ করে নিচ্ছি তা ভেবে আমাদের যারপরনাই গর্ব হয়, বিনয়ে নত হয়ে আসে মন। লড়াই, স্বপ্ন আর (গভীর) মিত্রতায় ভরপুর আমরা। আমাদের এই যৌথ বিবৃতি সারা দুনিয়া জুড়ে গমগমিয়ে উঠুক : ইন্টারনেটকে হতেই হবে প্রত্যেকের তরে, এটাই কাম্য।
এগুলি এমন কিছু সম্প্রদায় অ্যাকশন গ্রুপ যা আমরা অংশীদার এবং সমর্থন করেছি।
দলিত ইতিহাস মাস

দলিত ইতিহাস মাস উইকিপিডিয়া এডিট-আ-থন, image by Zhengan, CC BY-SA 4.0 via Wikimedia Commons
বহু বছর ধরেই ইকুয়ালিটি ল্যাবস আরও অনেক সংস্থার সাথে দলিত ইতিহাস মাস-এর উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। সারা পৃথিবীর ইতিহাসে দলিত-দের অবদানকে সবার সামনে তুলে ধরাই এর উদ্দেশ্য। বিভিন্ন আন্তর্জাতিক এডিট-আ-থনের মাধ্যমে আমরা দলিত কৌমজ্ঞানের নীলনকশা ছকা, উৎস সংগ্রহ, আর উইকিপিডিয়া কন্টেন্ট গড়ার কাজে ভারতে আর আমেরিকায় নানা দলিত সংগঠকদের সাথে হাত মিলিয়েছি।
বসনিয়া ও হারজেগোভিনার কূঈয়ার ও নারীবাদী দস্তাবেজখানা

কভির আর্হিভ উদ্বোধন, image by Azaresist, CC BY-SA 4.0 via Wikimedia Commons
ওকভির হলো বসনিয়া ও হারজেগোভিনার এক নারীবাদী এলজিবিটিকিউআই গ্রুপ। তাঁরা একটি কূঈয়ার দস্তাবেজখানা গড়ার জন্য প্রথমে ১৯৯০-এর যুদ্ধের নানা কাহিনী একটিভিস্ট ও অন্যান্যদের থেকে সংগ্রহ করছেন; এছাড়াও আরও নানা ডিজিটাল ইতিহাস একজোট করছেন তাঁরা। বিভিন্ন
কুঈয়ার সংগঠকরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাঁদের সংগৃহীত জ্ঞান দিয়ে উইকিপিডিয়ার ফাঁক সঠিকভাবে ভরাট করেন।
উইকিপিডিয়ায় কুমেয়ায় গোত্রের দেশজ আমেরিকানরা

কুমেয়ায় সংগঠকদের সাথে উইকিপিডিয়া ওয়ার্কশপ, image by Stan CC-BY SA 4.0 from Wikimedia Commons
কুমেয়ায়-উইকিপিডিয়া প্রকল্প মূলতঃ গড়ে উঠেছে কুমেয়ায় শিক্ষাবিদ মাইকেল কোনোলি মিস্কউইশ ও স্ট্যান রডরিগেজের উদ্যোগে।
আমরা একসাথে কাজ করছি উইকিপিডিয়ায় জ্ঞানের ফাঁকফোকর খুঁজে বের করতে, কুমেয়ায় কৌমজ্ঞানের উইকিপিডিয়া-উপযোগী উৎস জড়ো করতে আর কুমেয়ায় কৌমজ্ঞানতন্ত্র বনাম উইপিডিয়াজ্ঞানতন্ত্র নিয়মকানুনের বিরোধ চিহ্নিত করতে। আজকাল দলবদ্ধভাবে আরও নানা বিষয়ে কাজ চলছে, যেমন উইকিপিডিয়াকে ক্লাসরুমে ব্যবহার করা কিংবা মৌখিক ইতিহাসকে ইন্টারনেটে লিপিবদ্ধ করা ইত্যাদি।
- কুমেয়ায় উইকিপিডিয়া ওয়ার্কশপ
- উইকিপিডিয়ায় কুমেয়ায় কৌমজ্ঞানের ফাঁকফোকর
- কুমেয়ায় ইতিহাস ও ক্যালিফোর্নিয়ার ইতিহাসের উৎসগুলি
Translation: Sourav Roy